ফেসবুক নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে দিচ্ছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুক নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে দিচ্ছে


নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও ইন্দোনেশিয়াতে এর পরীক্ষামূলক প্রচার চালানো হয়। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে অ্যাক্সিওস। বর্তমানে কোস্টারিকা, সুইডেন, স্পেন ও আয়ারল্যান্ডে এ পরীক্ষা চালাতে চায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট। খবর এনগ্যাজেট।


সম্প্রতি এক সাক্ষাত্কারে ফেসবুকের মুখপাত্র বলেন, আমাদের ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই এসব পরিবর্তন আনা হচ্ছে। ফেসবুকের কোন অংশ ব্যবহারকারীদের বেশি সুবিধা দিচ্ছে সেগুলো নিয়ে আমরা গবেষণা পরিচালনা করে থাকি।


কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিংবা আকর্ষণীয় পোস্ট নির্ধারণে গ্রাহকদের মতামত অন্যদের তুলনায় ভালো কার্যকর বলে জানিয়েছে ফেসবুক। ফলে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের অংশগ্রহণ বিষয়ে কিছু পরীক্ষা চালাবে। তবে একজন ব্যবহারকারী রাজনৈতিক বিষয়বস্তুতে কীভাবে কমেন্ট করতে চায় বা শেয়ার করতে চায় সে বিষয়ে কম গুরুত্ব দেয়া হয়েছে।


ফেসবুক জানায়, রাজনৈতিক বিষয়বস্তু শনাক্ত ও বন্ধে যে অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে, সেটি যদি ভালোভাবে কাজ করে তাহলে এ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের প্রচার অনেকাংশে কমে আসবে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ভোটারদের সান্নিধ্যে আসতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে।


এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের জন্য ফেসবুক কম প্রতিকূল স্থানে পরিণত হবে। কেননা রাজনৈতিক আলোচনা খুব সহজেই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এর ফলে যারা পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখতে এ প্লাটফর্ম ব্যবহার করে থাকেন তারা সমস্যার সম্মুখীন হবেন।

কোন মন্তব্য নেই