রাশিয়ায় এক্সপ্রেস, নর্ডসহ চার ভিপিএন সার্ভিস বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ায় এক্সপ্রেস, নর্ডসহ চার ভিপিএন সার্ভিস বন্ধ


দেশের সংসদ নির্বাচনকে সামনে রেখে ছয়টি শীর্ষ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন পরিষেবা বন্ধ করে দিয়েছে রাশিয়া। এ ছয়টি পরিষেবা হলো এক্সপ্রেস ভিপিএন, আইপি ভ্যানিশ ভিপিএন, স্পিডিফাই ভিপিএন, হোলা ভিপিএন, কিপ সলিড ভিপিএন আনলিমিটেড ও নর্ড ভিপিএন। রাশিয়ার ফেডারেল এজেন্সি রসকমনাজর এসব বন্ধ করার দায়িত্ব পালন করেছে। এ পদক্ষেপকে ইন্টারনেট ও আশপাশের তথ্যের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। খবর টেক টাইমস।


রসকমনাজর একটি নিষেধাজ্ঞা জারির মাধ্যমে এসব ভিপিএন বন্ধ করে এ সিদ্ধান্তের পক্ষে বক্তব্যও দিয়েছে। তারা বলছে, এসব পরিষেবা ব্যবহার করে শিশু পর্নোগ্রাফি বা মাদক চোরাচালানের মতো অপরাধ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণেই এগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে সরকারের সঙ্গে বিবাদে জড়ায় নর্ড ভিপিএন। কারণ সে সময় তাদের সার্ভারে প্রবেশাধিকার চেয়েছিল সরকার। কিন্তু সেটি না দেয়ার বদলে গোটা সার্ভার ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিল নর্ড। আর সে সময়ই সরকারের বিরাগভাজন হয় তারা।


যুক্তরাজ্যভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকরাডার বলছে, রাশিয়ার নিজস্ব আইন লঙ্ঘন করে এমন সব তথ্য গুগল বা ফেসবুকের মতো আন্তর্জাতিক প্লাটফর্ম সরাতে ব্যর্থ হওয়ায় তাদেরও জরিমানা করছে সরকার। এমনকি একটি মোবাইল অ্যাপ্লিকেশনে রাশিয়া সরকারের সমালোচনা থাকায় সেটির জন্যও রসকমনাজরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গুগল ও অ্যাপল। অ্যাপটি তৈরি করেছেন অ্যালেক্সি নাভালনি। যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত। সে কারণে গুগল ও অ্যাপলকে বলা হচ্ছে তাদের স্টোর থেকে এ অ্যাপটি সরিয়ে নিতে। তা না হলে দেশের নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হবে।

কোন মন্তব্য নেই