অস্বাভাবিকভাবে বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্বাভাবিকভাবে বাড়ছে তিন কোম্পানির শেয়ারদর


সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই তিন কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ফার্মা এইডস ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।


বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৭ আগস্ট বাংলাদেশ মনোস্পুল পেপারের সমাপনী দর ছিল ১৬৩ টাকা ৫০ পয়সা। এর পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২১৯ টাকা ৮০ পয়সা। অন্যদিকে লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ আগস্ট কোম্পানিটির মোট ১৬ হাজার ২০৭টি শেয়ার লেনদেন হয়েছে। ৫ সেপ্টেম্বর যা ১ লাখ ২২ হাজার ৭৬টি দাঁড়ায়। আর সর্বশেষ গতকাল কোম্পানিটির মোট ৬৫ হাজার ৩৬১টি শেয়ার লেনদেন হয়েছে। মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৬ পয়সা। এদিকে সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮ পয়সা।


গত ২৬ আগস্ট ফার্মা এইডসের সমাপনী দর ছিল ৪৩৯ টাকা ৬০ পয়সা। এর পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৬৬৬ টাকা ৫০ পয়সা। অন্যদিকে লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ আগস্ট কোম্পানিটির মোট ১১ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে। ৮ সেপ্টেম্বর যা ২ লাখ ২৪ হাজার ৫৯০টি দাঁড়ায়। আর সর্বশেষ গতকাল কোম্পানিটির মোট ১ লাখ ৯৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে।



গত ১৯ আগস্ট মিথুন নিটিংয়ের সমাপনী দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। এর পর থেকেই শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৯ টাকা ৮০ পয়সা। অন্যদিকে লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ আগস্ট কোম্পানিটির মোট ২ লাখ ৫ হাজার ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। ২৩ আগস্ট যা ১০ লাখ ৪৬ হাজার ৫৮৮টি দাঁড়ায়। আর সর্বশেষ গতকাল কোম্পানিটির মোট ৫ লাখ ৫৯ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই