বিদেশিরা বিক্রি করছে দুই বস্ত্র কোম্পানির শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিদেশিরা বিক্রি করছে দুই বস্ত্র কোম্পানির শেয়ার

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ২ কোম্পানির শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা। গত এক মাসে বস্ত্র খাতের দুই কোম্পানির বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের মালিকানা কমিয়েছে ০.১০ শতাংশেরও বেশি। এই ২ কোম্পানির মধ্যে রয়েছে ঢাকা ডাইং এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।


ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: গত এক মাসে কোম্পনিটির বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ০.২৩ শতাংশ শেয়ার বিক্রি করেছে। এতে করে গত এক মাসে কোম্পনিটিতে বিদেশিদের মালিকানা কমেছে ০.২৩ শতাংশ। আগস্ট মাসে কোম্পনিটিতে বিদেশিদের মালিকানা ছিলো ০.৪০ শতাংশ। সেপ্টেম্বর মাসে কোম্পনিটিতে বিদেশিদের মালিকানা ০.২৩ শতাংশ কমে অবস্থান করছে ০.১৭ শতাংশে।


সর্বশেষ কোম্পনিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ টাকা ৮০ পয়সায়। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পনিটির পিই রেশিও অবস্থান করছে ২৩.১৯ পয়েন্টে। সর্বশেষ ২০২০ সালে কোম্পনিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।


সর্বশেষ তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে কোম্পনিটি শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিলো ৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পনিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৮৫ পয়সায়।


প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড: গত এক মাসে কোম্পনিটির বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ০.৬০ শতাংশ শেয়ার বিক্রি করেছে। এতে করে গত এক মাসে কোম্পনিটিতে বিদেশিদের মালিকানা কমেছে ০.৬০ শতাংশ। আগস্ট মাসে কোম্পনিটিতে বিদেশিদের মালিকানা ছিলো ৪.৩৫ শতাংশ। সেপ্টেম্বর মাসে কোম্পনিটিতে বিদেশিদের মালিকানা ৩.৭৫ শতাংশ কমে অবস্থান করছে ০.৬০ শতাংশে।


সর্বশেষ কোম্পনিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ টাকা ২০ পয়সায়। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পনিটির পিই রেশিও অবস্থান করছে ১৮.৩৫ পয়েন্টে। সর্বশেষ ২০২০ সালে কোম্পনিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।


সর্বশেষ তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) নয় মাসে কোম্পনিটি শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিলো ৩ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পনিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ১৩ পয়সায়।

কোন মন্তব্য নেই