বীমা দাবির পুরো টাকা পেয়েছে সায়হাম কটন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বীমা দাবির পুরো টাকা পেয়েছে সায়হাম কটন



 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের বীমা দাবির পুরো টাকা বুঝে পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্যমতে, গত বছরের ১৫ অক্টোবর মধ্যরাতে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সায়হাম কটনের কারখানায় আগুন লাগে। আগুনে সুতা উৎপাদনের জন্য গুদামে মজুদ করে রাখা সব কাঁচা তুলা পুড়ে যায়।

এতে গুদামের অবকাঠামোও নষ্ট হয়ে যায়। এ সময় কোম্পানির ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকা লোকসান হয়।



গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে কোম্পানিটির বীমা করা ছিল। ক্ষতির বিপরীতে বীমা দাবি হিসেবে গ্রীন ডেল্টা কোম্পানিটিকে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধ করার কথা ছিল। এর মধ্যে দুই দফায় ১৫ কোটি করে ৩০ কোটি টাকা পেয়েছে কোম্পানিটি। সর্বশেষ তৃতীয় দফায় দেয়া হয়েছে বাকি ১২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা। এর মধ্যে দিয়ে বীমা দাবির পুরো টাকা হাতে পেল কোম্পানিটি।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, বীমা দাবির এ অর্থ দিয়ে ঋণ পরিশোধ ও কাঁচা তুলার গোডাউন নির্মাণসহ আনুষঙ্গিক অন্যান্য খাতে ব্যয় করবে তারা।



কোন মন্তব্য নেই