আবারো এয়ার ইন্ডিয়ার মালিকানায় টাটা গ্রুপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আবারো এয়ার ইন্ডিয়ার মালিকানায় টাটা গ্রুপ


ঋণে জর্জরিত ভারতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া কিনে নিচ্ছে দেশটির পুরনো ও বৃহত্তম প্রতিষ্ঠান টাটা সন্স। ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।


এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে আবারো টাটা গ্রুপের কাছে ফিরে গেল এয়ার ইন্ডিয়া। ১৯৩২ সালে টাটা গ্রুপই প্রথম এ বাণিজ্যিক উড়োজাহাজ পরিবহন সংস্থার চলাচল শুরু করে। এরপর ১৯৫৩ সালে এটি ভারত সরকার অধিগ্রহণ করে নেয়। নিলামে জিতে আবারো এয়ার ইন্ডিয়াকে নিজের করে পেল টাটা গ্রুপ।


ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২৪০ কোটি ডলারে নিলামে জয় পায় টাটা সন্স। অল্পের জন্য নিলামে হেরে যায় স্পাইসজেট। তারা সর্বোচ্চ দর বলেছিল ২০০ কোটি ডলার। এর আগে ২০১৮ সালেও একবার এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই সময় ক্রেতা আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়।


টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা এক টুইট বার্তায় বলেন, এয়ার ইন্ডিয়ার জন্য টাটা গ্রুপ নিলামে জিতেছে। এটি একটি দারুণ খবর। প্রতিষ্ঠানটিকে পুনর্নির্মাণের জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। আশা করি, বাজারে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবে এয়ার ইন্ডিয়া।


ভারতের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেশটির সরকার বেশকিছু লোকসানে চলা প্রতিষ্ঠানকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশক ধরেই লোকসান গুনছে এয়ার ইন্ডিয়া। ফলে ২০২০ সালের জানুয়ারিতেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট পরিচালনার দায়িত্ব নিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানায়। এর ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে দরপত্র জমা দিতে শুরু করেন আগ্রহীরা। সরকার জানিয়েছে, ৮২০ কোটি রুপি ঋণের বোঝা নিয়েই এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গ্রুপ।


টাটা গ্রুপ ভারতের প্রায় ১০০টি বৃহৎ কোম্পানির মালিকানায় রয়েছে। গ্রুপটি একদিকে বৃহত্তম গাড়ি নির্মাতা, বৃহত্তম বেসরকারি ইস্পাত কোম্পানি এবং একটি শীর্ষস্থানীয় আউটসোর্সিং ফার্ম পরিচালনা করে।

কোন মন্তব্য নেই