আনপ্যাকড-টু ইভেন্টের ঘোষণা দিল স্যামসাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আনপ্যাকড-টু ইভেন্টের ঘোষণা দিল স্যামসাং


চলতি বছরের দ্বিতীয় সপ্তাহে ‘ওয়েলকাম টু দ্য এভরিডে এপিক’ ট্যাগলাইনে আনপ্যাকড ইভেন্ট আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। ইভেন্টটিতে উন্মোচন করা হয় তাদের গ্যালাক্সি ‘এস’ সিরিজের নতুন ফোন। এ বছরই আরেকটি ইভেন্ট নিয়ে আসছে স্যামসাং, যার নাম দেয়া হয়েছে আনপ্যাকড-টু। আগামী সপ্তাহে ইভেন্টটি অনুষ্ঠিত হবে। খবর এনগ্যাজেট।


টেক বেহেমথ জানিয়েছে, ২০ অক্টোবর সকাল ১০টায় স্যামসাংয়ের আনপ্যাকড-২ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এদিন প্রতিষ্ঠানটি কী উন্মোচন করবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে আত্মবিকাশে কী কী সুযোগ দিচ্ছে সে বিষয়ে জানানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। এক টিজারে স্যামসাংয়ের স্বাস্থ্য ও স্মার্টথিংসের অ্যাপ আইকনগুলো প্যাস্টেল রঙের বক্সে আবদ্ধ করতে দেখা গেছে।


ইভেন্টটি নিয়ে বিভিন্ন গুজব রটলেও তেমন কোনো কাজে আসছে না। অনেকে মনে করছেন, স্যামসাং তাদের গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফই স্মার্টফোন অবমুক্ত করতে পারে, যা সিরিজটির বৈশিষ্ট্যকে আরো উন্নত ও সাশ্রয়ীমূল্যে নিয়ে আসবে। চলতি বছরই যে এটি উন্মুক্ত করা হবে সেটিও নিশ্চিত নয়।


স্যামসাং মূলত গ্যালাক্সি এ ফিফটি টুর মতো মধ্য পরিসরের স্মার্টফোনগুলোর ওপর নির্ভরশীল। ফলে বাজারে এস টোয়েন্টি ওয়ান এফই ছাড়ার ব্যাপারে তারা ততটা দায়বদ্ধ নয়। কেননা ‘এ’ সিরিজের ফোনগুলো প্রায় কাছাকাছি বৈশিষ্ট্যের।


স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের বৈশিষ্ট্য সম্প্রসারণে আগ্রহী স্যামসাং। তাই প্রতিষ্ঠানটি বর্তমানে স্মার্টফোনগুলোর সফটওয়্যার ও পরিষেবার দিকে মনোযোগী হচ্ছে। সম্প্রতি ইউআই অ্যাপে বিজ্ঞাপন বাতিল করেছে স্যামসাং। বছরের শেষে যদি তারা ওএস পরিবর্তন করে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি ওয়ান ইউআই পরিবর্তনের সুযোগও দিতে পারে।

কোন মন্তব্য নেই