স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর নিয়ে ওয়ানপ্লাসের নাইনআরটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর নিয়ে ওয়ানপ্লাসের নাইনআরটি


স্ন্যাপড্রাগনের অত্যাধুনিক প্রসেসরসহ বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনের অন্যতম ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। নাইন সিরিজের অংশ হিসেবে ওয়ানপ্লাস নাইনআরটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। নতুন স্মার্টফোনটি ওয়ানপ্লাস নাইনআরের আপগ্রেডেড ভার্সন। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লেও রয়েছে।


ওয়ানপ্লাস নাইনআরটি স্মার্টফোনে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে অপোর কালার ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। ফোনটিতে ৬ দশমিক ৬২ ইঞ্চির ফুল এইচডিপ্লাস স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ১০৮০–২৪০০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯, সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৩০০ নিটস পিক ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেতে শতভাগ ডিসিআই-পিথ্রি কালার গ্যামট ও ১ হাজার ৩০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট রয়েছে।


ওয়ানপ্লাস নাইনআরটি স্মার্টফোনটিতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে ১২ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ ব্যবহারের সুবিধাও রয়েছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই ৫০ মেগা পিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সরের ক্যামেরা দেয়া হয়েছে। এরপর ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট দেয়া হয়েছে। রিয়ার ক্যামেরার মাধ্যমে হাইব্রিড ফোকাসসহ ফোরকে পর্যন্ত ভিডিও ধারণ করা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে সনি আইএমএক্স৪৭১ প্রসেসরের ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।


কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.২, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ফোনটিতে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জায়রোস্কোপ, ম্যাগনেটোমিটার ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।


নতুন স্মার্টফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত করে দেয়া হয়েছে। ফোনে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ডুয়াল সেল ব্যাটারি ও ৬৫টি র্যাপ চার্জ ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।


৮/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বাজারমূল্য ৩ হাজার ২৯৯ চাইনিজ ইউয়ান, ৮/২৫৬ জিবির দাম ৩ হাজার ৪৯৯ ইউয়ান ও ১২/২৫৬ জিবির দাম ৩ হাজার ৭৯৯ ইউয়ান। —গিজমোচায়না

কোন মন্তব্য নেই