এনআরবিসির বন্ড অনুমোদন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এনআরবিসির বন্ড অনুমোদন

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে ৩শ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।


আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৮০০তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।


বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।



সূত্র অনুসারে, এনআরবিসি ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড ও ফুললি রিডিমেবল বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।




এ বন্ডের ইউনিট বা লট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।


উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনআরবিসি ব্যাংকের টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অফার-উভয় ক্ষেত্রে এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।


আলোচিত বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।


বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

কোন মন্তব্য নেই