পূর্ব ইউক্রেনে রাশিয়ান হামলায় ২১ জন নিহত
পূর্ব ইউক্রেনে রাশিয়ান হামলায় ২১ বেসামরিক লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২৭ জন। দোনেৎসক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো এ কথা জানিয়েছেন।
এক টেলিগ্রামে কিরিলেনকো জানিয়েছেন, আভদিভকা কোক প্লান্টে অব্যাহত গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
তিনি আরো জানান, গোলাবর্ষণে লিমান শহরে আরো ৫, ভুগলেদার শহরে আরো ৪ জন এবং অপর দুই ব্যক্তি ভেলিকা নভোসিলকা ও শান্দ্রিগোলাভ গ্রামে নিহত হয়েছে।
তিনি বলেন, এক মাস আগে ক্রামাতোস্ক শহরের রেলস্টেশনে রাশিয়ান হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর এটিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
এদিকে, রাশিয়া জানিয়েছে, তাদের বিমানবাহিনী মঙ্গলবার ইউক্রেনের ৩৯টি সামরিক স্থাপনায় হামলায় চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ জানিয়েছেন, এর মধ্যে দুটি কমান্ড পোস্ট এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জনশক্তি ও সামরিক সরঞ্জাম জড়ো করে রাখা ৩৬টি এলাকা রয়েছে।
তিনি আরো জানান, লিমান, ক্রামাতোরস্ক ও কামিশেভাখা এলাকা, চারটি রাডার স্টেশন, ছয়টি অস্ত্র ও গোলার ডিপো এবং একটি যুক্তরাষ্ট্রের তৈরি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে।
সূত্র : আলজাজিরা
কোন মন্তব্য নেই