মহামারির ক্ষত সামলিয়ে সরূপে ফিরছে বাটা সু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহামারির ক্ষত সামলিয়ে সরূপে ফিরছে বাটা সু



 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড মহামারির ক্ষত সামলিয়ে মুনাফার আগের সরূপে ফিরেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫ টাকা ০১ পয়সা।


কোম্পানিটি বলছে, গত বছরের শেষভাগে দেশে দৈনন্দিন জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় দেশের স্কুল-কলেজগুলি পুনরায় চালু হয়। এতে পাদুকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের বিক্রি স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে।

এরফলে প্রতিষ্ঠানটি বিদায়ী বছরের শেষ প্রান্তিক থেকে মুনাফার দিকে অগ্রসর হতে থাকে।


এর আগে ২০২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। এটি ছিল বহুজাতিক কোম্পানিটির মুনাফা প্রথম বারের মতো বড় ধাক্কা। তবে এক বছরের ব্যবধানে কোম্পানিটি লোকসানের ধাক্কা কাটিয়ে মুনাফা ফিরেছে।


বহুজাতিক পাদুকা উৎপাদনকারী কোম্পানিটি বাংলাদেশে ছয় দশকের ইতিহাসে প্রথমবারের মতো ২০২০ সালে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়। এই সময়ে করোনাভাইরাসের আক্রমণে দেশব্যাপী শাটডাউন হয় এবং জনসাধারণের দীর্ঘস্থায়ী হোমস্টে থাকার কারণে এর বার্ষিক বিক্রি ৪১ শতাংশের বেশি কমে যায়।


এছাড়া, প্রতিবছর দেশের দুই প্রধান উৎসব-রমজানের ঈদ ও কোরবানির ঈদ কোম্পানিটির বিক্রির এক-তৃতীয়াংশেরও বেশি অবদান রাখে। কিন্তু ২০২১ সালে করোনার আক্রমণে লকডাউন ও দীর্ঘস্থায়ী হোমস্টের কারণে কোম্পানিটির বিক্রি হারিয়ে যায় এবং লোকসানের কবলে ধাবিত হয়।


এছাড়াও, স্কুল-কলেজ দীর্ঘস্থায়ী বন্ধ থাকায় পাদুকা বিক্রিতে শীর্ষ স্থানে থাকা কোম্পানিটি বিক্রি প্রক্রিয়া এক রকম থেমে যায়।


আগামী দুই ঈদের কোম্পানিটির ব্যবসা স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে আশা করছে কোম্পানিটি। এরফলে কোম্পানিটি সহসা আগের সরূপে ফিরতে পারবে।


বিদায়ী ২০২১ অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ অন্তবর্তী ডিভিডেন্ডসহ মোট ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২২০ অর্থবছরে করোনার চোখ রাঙ্গানিতে কোম্পানিটির ডিভিডেন্ড নেমে গিয়েছিল ২৫ শতাংশে (ক্যাশ)।



কোন মন্তব্য নেই