নতুন বিনিয়োগের সিদ্ধান্ত এমজেএল বাংলাদেশের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন বিনিয়োগের সিদ্ধান্ত এমজেএল বাংলাদেশের



 

তেলের ট্যাংকার কিনছে এমজেএল বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তেলের ট্যাংকার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের নতুন এই বিনিয়োগের তথ্য জানিয়েছে।


কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহৎ আকারের এই ট্যাংকার কিনতে কোম্পানিটির ব্যয় হবে ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার।


কোম্পানিটি বলছে, নতুন এই ট্যাংকারের জন্য বাংকার, স্পেয়ার, লুব্রিক্যান্টস, রেজিস্ট্রেশন ও আইনি খাতে কোম্পানিটিকে অতিরিক্ত আরো ৯ লাখ ৭৬ হাজার ডলার ব্যয় করতে হবে।


এমজেএল বাংলাদেশ সম্প্রতি চলতি ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। অবশ্য আয় বাড়লেও এই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ২০ শতাংশ কমেছে।





কোন মন্তব্য নেই