সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে ১৭ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে ১৭ কোম্পানি




শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্দেশনার পর আজ শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৩টির বা ৯১.২২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।


আজ ডিএসইতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে ১৭ কোম্পানির। কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ার শেষ পর্যন্ত সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে।


সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হওয়া কোম্পানি ১৭টির মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের দর বেড়েছে ৯.৯৪ শতাংশ, এস আলমের ৯.৮৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৭৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯.৫২ শতাংশ, ভিএফএস থ্রেডের ৯.৪৩ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৯.২১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৮.৭৭ শতাংশ, এমবি ফার্মার ৮.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ফাইন ফুডসের ৮.১২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৮.০৩ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৭.৯৫ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৬০ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৩২ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৭.১৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের ৭ শতাংশ।


কোন মন্তব্য নেই