চাঙ্গাবাজারেও ক্রেতাহীন তিন কোম্পানি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঙ্গাবাজারেও ক্রেতাহীন তিন কোম্পানি!


আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (২৩ মে) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। উত্থানের বাজারেও তিন কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।


কোম্পানি ৩টি হলো: বঙ্গজ, আরডি ফুড এবং ইন্টারন্যাশনাল লিজিং।


বঙ্গজ লিমিটেড : আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৩ টাকা ৮০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৬ টাকা ৭০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ১০ পয়সা বা ৪.৭৯ শতাংশ পতন হয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতা শূন্য অবস্থায় ছিল।




গত কার্যদিবসও কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতা শূন্য অবস্থায় ছিল।


আরডি ফুড : আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৫০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৫০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৪.২১ শতাংশ পতন হয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতা শূন্য অবস্থায় ছিল।

গত কার্যদিবসও কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতা শূন্য অবস্থায় ছিল।


ইন্টারন্যাশনাল লিজিং : আগেরদিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ টাকা ৭০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ টাকা ৫০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৩.৫১ শতাংশ পতন হয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতা শূন্য অবস্থায় ছিল।


গত কার্যদিবসও কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতা শূন্য অবস্থায় ছিল।


কোন মন্তব্য নেই