সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি


বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১২৩টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে জেমিনি সী ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সপ্তাহের শুরুতে জেমিনি সী ফুডের উদ্বোধনী দর ছিল ৩৯৪ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৫১ টাকা ৬০ পয়সা বা ১৭.৪৩ শতাংশ। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।




ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১৭.০৮ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫.০৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১২.৩১ শতাংশ, পূবালী ব্যাংকের ১১.৯৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১০.৮২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ১০.৬৬ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১০.৩৪ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্সের ৯.৫৪ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই