প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে আট ব্যাংকের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে আট ব্যাংকের


শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩টি ব্যাংকের মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিক প্রতিবেদন (জানুয়ারি-মার্চ’২২) প্রকাশ করেছে ৩২টি ব্যাংক। এরমধ্যে মুনাফা কমেছে ৮টি ব্যাংকের। আর মুনাফা বেড়েছে ২৪টি ব্যাংকের। আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি রূপালী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


মুনাফা কমে যাওয়া ৮টি ব্যাংকের মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক, স্যোসাল ইসলামি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি, ইউসিবি এবং ন্যাশনাল ব্যাংক ব্যাংক লিমিটেড।




প্রাইম ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৯২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৩৪ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস কমেছে ৪২ পয়সা বা ৩১.৩৪ শতাংশ।


স্যোসাল ইসলামি ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩১ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ৫৪.৮৩ শতাংশ।


স্ট্যান্ডার্ড ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৭ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস কমেছে ৪ পয়সা বা ২৩.৫২ শতাংশ।




ব্র্যাক ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৮২ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস কমেছে ০৫ পয়সা বা ৬.০৯ শতাংশ।


সিটি ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৮৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৯৭ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস কমেছে ১৪ পয়সা বা ১৪.৪৩ শতাংশ।


আইএফআইসি ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৪৪ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস কমেছে ২৫ পয়সা বা ৫৭ শতাংশ।


ইউসিবি: ব্যাংকটির প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৩৮ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির ইপিএস কমেছে ১২ পয়সা বা ৩১ শতাংশ।


ন্যাশনাল ব্যাংক: ব্যাংকটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১২ পয়সা। আগের বছর কোম্পানিটি মুনাফায় থাকলেও এবছর লোকসানের খাতায় নাম লিখিয়েছে।

কোন মন্তব্য নেই