সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ধস নামাল সাত কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ধস নামাল সাত কোম্পানি


গেলো সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯০ পয়েন্ট। সূচকের এমন পতনে সবচেয়ে বেশি দায় ছিলো সাত কোম্পানির। এই সাত কোম্পানির দায়ে গেলো সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ৫৬ পয়েন্ট। যা পতনের ৬২ শতাংশ। গেলো সপ্তাহে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ দায় থাকা এই সাত কোম্পানির মধ্যে রয়েছে সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, লাফার্জহোলসিম এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, গেলো সপ্তাহে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ চেষ্টায় ছিলো সিটি ব্যাংক লিমিটেড। সূচককে টেনে নামানোর চেষ্টায় কোম্পানিটির দায় ছিলো ১৫.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ২৩ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২৮ টাকা ১০ পয়সায়।




গেলো সপ্তাহেডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ১২.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ১৪৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ১৪৮ টাকা ৪০ পয়সা।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় তৃতীয় কোম্পানি ছিল পূবালী ব্যাংক লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ৮.১০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ২৫ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ২৭ টাকা ৭০ পয়সা।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় ৪র্থ কোম্পানি ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ৫.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ৪৪ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা। সপ্তাহের প্রথমে ব্যাংকটির ওপেনিং প্রাইস ছিলো ৪৬ টাকা।




ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় ৫ম কোম্পানি ছিল গ্রামীণফোন লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ৫.৬০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ৩১০ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ টাকা ৫০ পয়সা। সপ্তাহের প্রথমে ব্যাংকটির ওপেনিং প্রাইস ছিলো ৩১৯ টাকা ৮০ পয়সা।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় ৬ষ্ঠ কোম্পানি ছিল লাফার্জহোলসি বাংলাদেশ লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ৫.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ৭৪ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা। সপ্তাহের প্রথমে ব্যাংকটির ওপেনিং প্রাইস ছিলো ৭৭ টাকা ৫০ পয়সা।


ডিএসইর সূচক টে‌নে নামা‌নো‌র চেষ্টায় ৭ম কোম্পানি ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানিটির সূচক টেনে নামানোর চেষ্টায় দায় ছিল ৩.৭০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির ক্লোজিং প্রাইস হয়েছে ১২ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১৮০ পয়সা। সপ্তাহের প্রথমে ব্যাংকটির ওপেনিং প্রাইস ছিলো ১৩ টাকা ১০ পয়সা।

কোন মন্তব্য নেই