কানাডায় ঈদ উপলক্ষে মেহেদি উৎসব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানাডায় ঈদ উপলক্ষে মেহেদি উৎসব


কানাডার ক্যালগেরিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে বাংলাদেশ সেন্টারে "চাঁদ রাত মেহেদি উৎসব" পালিত হয়েছে।  


নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় উৎসব ও ঈদের আনন্দ কে ভাগাভাগি করে নিতে এই উৎসবের আয়োজন করা হয়। এ সময়ে প্রচুর সংখ্যক নারীর পাশাপাশি উচ্ছ্বসিত ছোট ছোট শিশু-কিশোররাও অংশগ্রহণ করে হাতে মেহেদী নেয়।


 বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন এ সময়ে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য দূর পরবাসে প্রবাসীরা আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ গ্রহণ করে, তাঁরই অংশ হিসেবে এ আয়োজন।


কোন মন্তব্য নেই