সাকিবের দুই স্বর্ণ প্রতিষ্ঠানের বিষয়ে যা জানাল বিএসইসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাকিবের দুই স্বর্ণ প্রতিষ্ঠানের বিষয়ে যা জানাল বিএসইসি


শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ব্যাখা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান তার মালিকানাধীন স্বর্ণ কেনা-বেচার দুই প্রতিষ্ঠানের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রতিষ্ঠান দুটির ব্যাখ্যায় কিছু পরামর্শসহ সন্তোষ প্রকাশ করেছে।


আজ বুধবার (২৫ মে) প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে কমিশন থেকে পাঠানো এক চিঠিতে এই সন্তুষ্টির কথা উল্লেখ করে।


এর আগে গত ১৬ মে ‘রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’ও ‘বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’ নামের প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে বিএসইসি থেকে আলাদা দুটি চিঠি পাঠানো হয়।


এরপর প্রতিষ্ঠান দুটি গত ২২ মে কমিশনের কাছে লিখিতভাবে জবাব দেয়। ওই চিঠির জবাব ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছে বিএসইসি। তাদের স্বর্ণের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কোনও বাধা নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


তবে চিঠিতে বিভ্রান্তি দূর করতে প্রতিষ্ঠান দুটির নামের সঙ্গে’ ‘কমোডিটি এক্সচেঞ্জ’ বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।


প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে।


প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাজধানীর বনানীতে নিজের স্বর্ণ ব্যবসার শোরুম উদ্বোধন করেন সাকিব আল হাসান। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ডিলার হিসেবে অনুমোদন পায় সাকিবের বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি। রাজধানী ঢাকার পাশাপাশি রংপুর ও কুমিল্লায় অফিস রয়েছে প্রতিষ্ঠানটির। বিদেশ থেকে সোনার বার ও অলঙ্কার আমদানি করে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।


কোন মন্তব্য নেই