স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড বদলাবে গুগল অ্যাসিস্ট্যান্ট
অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যানুযায়ী, দুর্বল বা ফাঁসকৃত পাসওয়ার্ডের বিষয়ে অ্যান্ড্রয়েডসহ আরো ক্রোম ব্যবহারকারীর কাছে গুগল অ্যাসিস্ট্যান্টের সতর্কবার্তা পাঠানো হচ্ছে। ফাঁসকৃত কোনো পাসওয়ার্ডের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে চেঞ্জ পাসওয়ার্ড পপ আপ নোটিফিকেশন দেখানো হবে। কিছু ওয়েবসাইটে অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে দেবে। ব্যবহারকারীরা চাইলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবেন। তবে সময় ব্যয় না করে নিরাপদ সাইন ইনের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টের ওপর নির্ভর করাই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গুগল অ্যাসিস্ট্যান্টের ফিচারটি ডুপ্লেক্সের গুগল ওয়েব ভার্সনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটগুলো নিরীক্ষা করে এবং স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে। লিংকে ক্লক করা, স্ক্রল করা ও ফর্ম পূরণের পদ্ধতির বিষয়ে এটি অবগত। বর্তমানে সব ওয়েবসাইটে ফিচারটি কাজ করছে না। গত মে মাসে গুগলের ইনপুট/আউটপুট (আইও) সম্মেলনে অ্যাসিস্ট্যান্ট পাসওয়ার্ড টুলটির কথা জানানো হয়। এরপর এটি কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
ফিচারটির বর্ধিত প্রবেশাধিকার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি প্রকাশ করছে। যদি কোনো ব্যবহারকারী তথ্য চুরি বা সাইবার হামলার শিকার হন তাহলে ফিচারটি ভালো সহায়তা করবে।
কোন মন্তব্য নেই