এক দশক পর এশিয়া ইন্সুরেন্সের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক দশক পর এশিয়া ইন্সুরেন্সের সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা


শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্সুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


গত বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ। এক দশক পরকোম্পানিটি এই বছরসর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করলো। এর আগে ২০১১ সালে ১৫ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড দিয়েছিল।




সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা। সমাপ্ত অর্থবছরের আয় কোম্পানিটির একদশকেরমধ্যে সর্বোচ্চ।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ৫৭ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা।


আগামী ২৬ জুলাই, ২০২২ তারিখ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

কোন মন্তব্য নেই