পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার লিওনেল মেসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার লিওনেল মেসি


পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার লিওনেল মেসি। অর্থের দিক থেকে মেসি বাকিদের থেকে অনেক এগিয়ে। যেটি আবারো প্রমাণ হলো ফোর্বস ম্যাগাজিনের বিচারে।


এই ম্যাগাজিনের তথ্য মতে, গত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ লিওনেল মেসি।


বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে করা ফোর্বসের তালিকায় এক নম্বরে আছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আর্জেন্টাইন সুপারস্টার।


মেসি গত ১২ মাসে ১৩৩ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ১৫৬ রুপি) আয় করেছেন। ৩৪ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি বার্সেলোনার সাথে তার শেষ মৌসুম থেকে প্রায় ২২ মিলিয়ন ডলার বেতন হারিয়েছেন। কিন্তু তিনি আবার পিএসজিতে ৭৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। তার বিভিন্ন কোম্পানির সাথে বাণিজ্যিক চুক্তির আয় চোখে পড়ার মতো বেড়েছে।


মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো গত এক বছরে ১১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ রুপি) আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। বছরে ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮২৬ কোটি রুপি) আয় করে তার ঠিক পরেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের স্থান।


মেসি আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপে এবারই শেষবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে নামবেন সেটা নিশ্চিত। কিন্তু এত টাকা থেকেও লিওনেল মেসি মাটির মানুষ।

কোন মন্তব্য নেই