বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন, আসতে পারে অনাস্থা প্রস্তাব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন, আসতে পারে অনাস্থা প্রস্তাব


অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে শ্রীলঙ্কার অবস্থা বেশ নাজুক। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম এখন আকাশচুম্বী। চলছে সাধারণ মানুষের সরকারবিরোধী বিক্ষোভ। এমন পরিস্থিতির মধ্যে আগামী বুধবার বসছে পার্লামেন্ট অধিবেশন। আর এই অধিবেশনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে।


শ্রীলঙ্কার বিরোধী দল সমাগি জন বালাবেগায়া (এসজিবি) নেতা সাজিদ প্রেমাদাসা শনিবার এমন ইঙ্গিত দিয়েছেন। খবর এএনআইয়ের


গত ১১ এপ্রিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষেকে অভিশংসন ও দেশটির সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আবেদনে স্বাক্ষর করেন সাজিদ প্রেমাদাসা। কলম্বো পেজের খবর অনুযায়ী, শনিবার দলের এক কর্মসূচিতে প্রেমাদাসা বলেছেন, পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন হতে পারে।


গত ৩০ এপ্রিল পার্লামেন্টের ডেপুটি স্পিকার রঞ্জিত সিয়ামবালাপিতিয়া পদত্যাগ করেন। বুধবার পার্লামেন্টের অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা রয়েছে।


কলম্বো পেজ জানিয়েছে, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা (এসএলপিপি) ডেপুটি স্পিকার পদে দিলান পেরেরাকে মনোনীত করতে চাইছে। প্রধান বিরোধী দল এসজিবি তা চায় না।


ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এ জন্য জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানি করতে পারছে না দেশটি। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়েছে। বাজারে পণ্য নেই। তাই কারফিউ উপেক্ষা করে মানুষ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে।

কোন মন্তব্য নেই