বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে ওরিয়ন ফার্মা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড সরকার থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। এর আগে কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি আগামী ২ বছরের জন্য নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে বিপিডিবি’র কাছে বিদ্যুৎ বিক্রয় করবে।
গত ২৪ মার্চ থেকে ওরিয়ন ফার্মা এবং বিপিডিবি’র মধ্যকারবিদ্যুৎ ক্রয় চুক্তি কার্যকর হয়েছে।
ওরিয়ন ফার্মার দুই সহযোগী ইতিমধ্যে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে। বিপিডিবি ওরিয়ন ফার্মার ইপিএস, এনএভি ও এনওসিএফপিএস দেখে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
কোন মন্তব্য নেই