এক পাঙ্গাশের দাম ২০ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে গোপাল হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ। মাছটির দাম হয়েছে ২০ হাজার টাকা।
গতকাল শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের নিচু এলাকায় জেলে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে গোপাল হালদার ১৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের কেচমত মোল্লার আড়তে নিয়ে আসলে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী আরিফা-চাঁদনী মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা আরটিভি নিউজকে বলেন, জেলে গোপাল হালদারের কাছ থেকে পাঙ্গাশ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। এখন ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব।
কোন মন্তব্য নেই