ইসরায়েলের অভিযোগকে ‘হাস্যকর’ বলছে ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরায়েলের অভিযোগকে ‘হাস্যকর’ বলছে ইরান


তুর্কিয়ের শহর ইস্তান্বুলে ইসরায়েলিদের ক্ষতি করার চেষ্টার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল ইরানের বিরুদ্ধে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এনেছিলেন এ অভিযোগ। যার জবাব দিয়েছে তেহরান।


শুক্রবার ইরান জানিয়েছে, এ ধরনের অভিযোগ হাস্যকর। খবর জেরুজালেম পোস্টের।


তেহরানের অভিযোগ, ইরান-তুর্কিয়ের মধ্যে সম্পর্ক নষ্টের জন্য এ ধরনের অভিযোগ আনছে ইসরায়েল।


বৃহস্পতিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে লাপিদ ইস্তান্বুলে ইসরায়েলিদের বিরুদ্ধে সন্দেহভাজন ইরানি ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তুর্কিয়েকে ধন্যবাদ জানান। এ ছাড়া এ ধরনের কার্যক্রম চলমান বলে জানান তিনি।


এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, লাপিদের ‘হাস্যকর’ অভিযোগ ‘দুটি মুসলিম দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য পূর্ব পরিকল্পিত দৃশ্যকল্প’।


সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরে দেশটির বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর এসব ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ বাড়ছে। গত মাসে ইরানের রেভুল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের জ্যেষ্ঠ সদস্য সাইয়াদ খোদাইকে তেহরানে হত্যা করা হয়। এ ছাড়া মে মাসে দুই ইরানি রহস্যজনকভাবে নিহত হন। 


ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে ছায়া যুদ্ধ লেগে আছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু প্রতিবেদন ইঙ্গিত করছে যে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযান বাড়িয়েছে।


এর মধ্যে ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশটির নাগরিকদের তুর্কিয়ে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তাদের ভয়, নিহত সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ নিতে হয়তো ইরানের এজেন্টরা ইসরায়েলিদের ‘আটক ও হত্যা’ করতে পারে। 


২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনার মধ্যে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েল ও বেশ কিছু আরব রাষ্ট্র এ চুক্তির ঘোর বিরোধী। আর চুক্তিতে ফিরে আসার জন্য বাইডেন প্রশাসনের প্রচেষ্টার জন্য উদ্বেগও জানিয়েছে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা জোট করার ক্ষেত্রে সহায়তা করার কথা জানিয়েছে তেল আবিব।


কোন মন্তব্য নেই