চলতি বছরের শেষের দিকেই আসছে অ্যাপলের আইপ্যাড প্রো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চলতি বছরের শেষের দিকেই আসছে অ্যাপলের আইপ্যাড প্রো


আইপ্যাডগুলোর জন্য ওয়্যারলেস চার্জিংয়ের প্রতি নতুন করে আগ্রহের কারণ হলো, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের একটি সাম্প্রতিক প্রতিবেদন, বিশেষত অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইপ্যাডগুলো সম্পর্কে। তার মতে, অ্যাপল এ বছরের শেষের দিকে তার আইপ্যাড প্রোর লাইনআপ আপডেট করতে পারে এবং মূল আপগ্রেডগুলোর মধ্যে একটি হতে পারে তারবিহীন চার্জ করার সক্ষমতা। তার সর্বশেষ নিউজলেটারের প্রশ্নোত্তর বিভাগে গুরম্যান আইপ্যাড প্রো লাইনআপের ক্ষেত্রে অ্যাপল যেদিকে যেতে পারে, সেদিকে সামান্য ইঙ্গিত দিয়েছেন।


তার মতে, এই নতুন পণ্যগুলোকে নতুন অ্যাপল এম-টু চিপ দ্বারা আপডেট করা হবে, যেটা সম্প্রতি ২০২২ ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো থার্টিন নামে আত্মপ্রকাশ করেছে। গুরম্যানের দাবি নতুন আইপ্যাড প্রো মডেলগুলোর ক্যামেরায় বেশকিছু আপগ্রেডও করতে পারে। তবে তিনি এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দেননি। তিনি আরো জানান, আইপ্যাড প্রোর অন্য সংস্করণ, এর আগে যেটা তিনি মেনশন করেছিলেন, সেটি তারবিহীন চার্জ ফিচার যুক্ত হবে। যদি গুরম্যানের পূর্বাভাস সত্যে পরিণত হয় তাহলে অ্যাপলের ২০২২ আইপ্যাড লাইনআপ হতে চলেছে প্রতিষ্ঠানটির প্রথম কোনো তারবিহীন চার্জিং সুবিধাসংবলিত আইপ্যাড।



সম্প্রতি জানা গেছে, আইপ্যাড প্রো এ বছরের শেষ কিংবা ২০২৩ সালে বাজারে আসতে পারে। এতে ১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। বিষয়টি যদি সত্য হয় তাহলে কোম্পানিটির ইতিহাসে এটিই হবে সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত আইপ্যাড। এখন পর্যন্ত অ্যাপল দুটি স্ক্রিন সাইজের আইপ্যাড প্রো বাজারে এনেছে। একটি ১১ ইঞ্চি এবং অন্যটি ১২ দশমিক ৯ ইঞ্চি। আশা করা হচ্ছে, নতুন ১৪ দশমিক ১ ইঞ্চি আইপ্যাড প্রোর মডেলটিতে প্রোমোশন টেকনোলজির সঙ্গে মিনি এলইডি ডিসপ্লে থাকবে।

কোন মন্তব্য নেই