অল্প বয়সীদের নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগ ইনস্টাগ্রামের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অল্প বয়সীদের নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগ ইনস্টাগ্রামের


ইনস্টাগ্রাম ব্যবহারকারী শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের নিরাপত্তায় বেশকিছু জোরালো পদক্ষেপ নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। সাম্প্রতিক কয়েকটি অভিযোগ আমলে নিয়ে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে মেটা। খবর টেকক্রাঞ্চ।


ক্ষতিকর কনটেন্ট থেকে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে লম্বা সময় ধরেই সমালোচিত হচ্ছে টেক জায়ান্ট কোম্পানিগুলো। আর তরুণ প্রজন্মের মাঝে ইনস্টাগ্রামের ব্যাপক জনপ্রিয়তা থাকায় সমালোচনার তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে এটি।


ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপও মেটার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি জানায়, এখন থেকে মা-বাবা ও অভিভাবকরা শিশুদের ইনস্টাগ্রাম ব্যবহারের সময়সীমা বেঁধে দিতে পারবেন।


এছাড়া তরুণ ব্যবহারকারীরা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের কনটেন্টের পেছনে অনেক বেশি সময় ব্যয় করলে তাদের অন্যান্য বিষয়ে নজর দিতে সংকেত দেয়া হবে।


সাংবাদিকদের ব্রিফিংকালে মেটার পাবলিক পলিসি ম্যানেজার ক্লোটিলড ব্রায়ান্ড বলেন, তরুণদের ব্যক্তিস্বাধীনতা ও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে নতুন টুল তৈরি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ উদ্যোগে অভিভাবকদের শামিল করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।



গত বছর ফ্রান্সিস হিউগেন নামে মেটার সাবেক এক কর্মী প্রতিষ্ঠানটির বেশকিছু নথি ফাঁস করেন। এতে ইঙ্গিত দেয়া হয়, প্রতিষ্ঠানটির নির্বাহীরা জানতেন এটি তরুণ ব্যবহারকারী, বিশেষ করে কিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিষয়টি জানার পরও এর প্রতিকারে কোনো উদ্যোগ নেয়নি মেটা। এমনকি এ বিষয়ে মুখও খোলেননি সংশ্লিষ্টরা। এমন অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইনস্টাগ্রাম।


যদিও বারবারই মেটা এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তবে অভিযোগ ও নথি ফাঁসের পর থেকে বেশ কয়েক ধাপে মার্কিন কংগ্রেসের তদন্তের মুখে পড়তে হয়েছে মেটাকে। এর পরই তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয় এ প্রতিষ্ঠান।


এদিকে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকসহ অন্যান্য অ্যাপও একই কারণে সমালোচনার মুখে পড়েছে। এসব অ্যাপে শেয়ার করা কনটেন্ট দেখা থেকে তরুণদের বিরত রাখা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে টিকটক ঘোষণা দেয়, এখন থেকে তরুণ ব্যবহারকারীদের নির্দিষ্ট সময় টিকটক ব্যবহারের পর বিরতি নেয়ার জন্য সংকেত দেয়া হবে।


এদিকে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের ক্ষেত্রেও নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে মেটা। ব্যবহারকারীদের মা-বাবা ও অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের ফোনে থাকা অ্যাপ ব্লক করে দিতে পারবেন। এছাড়া শিশুরা হেডসেটে কী দেখছে বা কোন অ্যাপটি ব্যবহার করছে, তা অন্য ডিভাইসের মাধ্যমে নজরদারি করতে পারবেন মা-বাবারা। ফোনে কত সময় ব্যয় করা হচ্ছে, সেটিও দেখা যাবে।

কোন মন্তব্য নেই