স্বপ্নের সেতুর উদ্বোধন: মাওয়ার পথে প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্বপ্নের সেতুর উদ্বোধন: মাওয়ার পথে প্রধানমন্ত্রী


স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দক্ষিণবঙ্গের ২১ জেলার স্বপ্নের দুয়ার খুলে দিতে ইতিমধ্যে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। আজ সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন। সকাল সোয়া ১০টায় সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এদিকে পদ্মার মাওয়া প্রান্তে সুধী সমাবেশ ও উদ্বোধনস্থলে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। সকাল ৮টা থেকে সেখানে আসেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমন্ত্রিত অতিথিদের অপেক্ষা।


শনিবার সকালে সূর্য ওঠার আগেই উদ্বোধন-অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেছেন অতিথিরা। এদিকে প্রধানমন্ত্রী সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।


বেলা ১১টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন-খাম ও সিলমোহর প্রকাশ করবেন।



১১টা ১০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে টোল দিয়ে ১১টা ১৫ মিনিটে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেবেন। ১১টা ২৩ মিনিটে সড়ক পথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ম্যুরাল চত্বর হতে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করবেন। বহুল কাঙ্খিত পদ্মা সেতু পার হয়ে তিনি ১১টা ৪৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেবেন।

কোন মন্তব্য নেই