জামাইকে নিয়ে ঘরে ফেরা হলো না শ্বশুরের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জামাইকে নিয়ে ঘরে ফেরা হলো না শ্বশুরের

 

হযরত শাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে আবুল কাসেম (৬৫), তার নাতনী ফারহানা (৮) ও চালক মনির খান বিল্লাল (৩৫) নামে ৩ জন নিহত হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে ঢাকা বান্দুরা আঞ্চলিক সড়কে উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী লাভলুসহ ৩ জন আহত হয়েছেন।


গুরুতর আহত অবস্থায় চালক মনির খান বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতরা হলেন, প্রবাসী লাভলুর স্ত্রী রেখা (২০), রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫)। এরা সবাই ঢাকার দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম প্রবক্স গাড়ি নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আনতে যান। রবিবার ভোরের দিকে বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম, ফারহানাকে মৃত ঘোষণা করেন। পরে চালক মনির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত লাভলু ও রেখাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।


নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই