পাঁচদিনে শাইনপুকুর সিরামিকসের ২৩৬ কোটি টাকার লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাঁচদিনে শাইনপুকুর সিরামিকসের ২৩৬ কোটি টাকার লেনদেন



দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪ হাজার ৩০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭ দশমিক ৬৪ শতাংশ বা ১ হাজার ১৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ২৩৬ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শাইনপুকুর সিরামিকসের ৫ কোটি ৬৫ হাজার ১৫৪টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক ৪৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৩৮ শতাংশ।


লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকার ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৮০ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ দশমিক ৫৮ শতাংশ।


গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৩২ শতাংশ।


মোট লেনদেনের ৩ দশমিক ২২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ২৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৮ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ।



তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৯ দশমিক ৪১ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক লেনদেনে ২ দশমিক ৪২ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১০৪ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকার ২ কোটি ৪ লাখ ৬৮ হাজার ৭১৫টি শেয়ার লেনদেন হয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে মুন্নু ফ্যাব্রিকস লিমিটেড। সাপ্তাহিক মোট লেনদেনের ১ দশমিক ৬৭ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪১ দশমিক ৭৫ শতাংশ।


তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৫ দশমিক ২৯ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ১ দশমিক ৬৫ শতাংশ।


তালিকার অন্যান্য কোম্পানি হলো যথাক্রমে বাংলাদেশ শিপিং করপোরেশন, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (বিডি ফাইন্যান্স) কোম্পানি লিমিটেড।

কোন মন্তব্য নেই