পতনে সপ্তাহ শুরু: ১৬.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পতনে সপ্তাহ শুরু: ১৬.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

 

রোববার, ১৯ জুন সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৬.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।




জানা যায়, আজ ১৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৯.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪০৬.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৭.১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২৯.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮২ লাখ ১০ হাজার ৮১৩ টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৫২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৯৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।


গত কার্যদিবসে অর্থাৎ আজ ১৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৫১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৩.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৭.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৫২৯ টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ২৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা।


এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ২৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৮.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৩ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ১৯ টাকা।

কোন মন্তব্য নেই