'পার্থের বিরুদ্ধে আদালত অভিযোগের মান্যতা দিলে দল পদক্ষেপ গ্রহণ করবে' - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

'পার্থের বিরুদ্ধে আদালত অভিযোগের মান্যতা দিলে দল পদক্ষেপ গ্রহণ করবে'


ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি তদন্তকারী সংস্থা এমন কোনও প্রমান্য আদালতে জমা দেয় এবং আদালত যদি তাতে মান্যতা দেয়, কোনও সিলমোহর দেয় সঙ্গে সঙ্গে দল সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে।’ তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।


পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,  ‘যে মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানাচ্ছে, তিনি তৃণমূলের কেউ নন। তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যে টাকা উদ্ধার হয়েছে বলে ইডি জানাচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।’ 


একইসঙ্গে তিনি বলেন,  ‘তৃণমূল নির্দিষ্টভাবে বলে দিচ্ছে, যাদের নাম এসেছে, যাদের থেকে টাকা মিলেছে, তারাই এ সম্পর্কে বলতে পারবেন। এই নিয়ে বলার দায়িত্ব তাদের বা তাদের আইনজীবীদের। আমরা দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি।’  


কুণাল ঘোষ আরও বলেন, ‘আমরা টাইম বাউন্ড অর্থাৎ সময় বেঁধে দিয়ে তদন্ত চাই। অনির্দিষ্টকাল তদন্ত চালিয়ে বিরোধীদের লাগাতর কুৎসা, অপপ্রচার করার সুযোগ করে দেওয়া আমরা কোনও অবস্থাতেই হতে দেবো না। এরআগে কেন্দ্রীয় সংস্থার একাধিক  তদন্ত দেখেছি, বছরের পর বছর চলছে। এটা যেন না হয়’ বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। 


স্কুল সার্ভিস কমিশন বা ‘এসএসসি’ দুর্নীতি মামলায় গতকাল (শনিবার) কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। ইডি সূত্রের খবর, তার বাড়ি থেকে নগদ কমপক্ষে ২২ কোটি টাকা, ৭৬ লাখ টাকার গয়না  এবং ১৮টি মোবাইল ফোন, প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। আজ (সোমবার) অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে সেখানে তার জামিনের আবেদন খারিজ হয়েছে। একদিনের জন্য হেফাজতে নিয়েছে ইডি। সোমবার পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

কোন মন্তব্য নেই