ক্লাউড ফোনে জুমের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্লাউড ফোনে জুমের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু


এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর মাধ্যমে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টিকে আরো শক্তিশালী করছে ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুম। ফিচারটি বিস্তারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্লাউড ফোন সিস্টেমে প্রথম এটি চালু করা হলো। খবর এনগ্যাজেট।


পরিষেবাটির মাধ্যমে একজন ব্যবহারকারী ওয়ান অন ওয়ান কলে এন্ড-টু-এন্ড মোড চালু করতে পারবে। এটি চালু থাকা অবস্থায় কলগুলো ত্রিপ্টোগ্রাফিক কোডের মাধ্যমে সুরক্ষিত থাকবে। শুধু কলে যুক্ত থাকা ডিভাইসগুলো এর মাধ্যমে প্রবেশ করতে পারবে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন যাচাইয়ের জন্য একজন ব্যবহারকারী কলের অন্য পাশে থাকা ব্যক্তির সঙ্গে কোড শেয়ার করতে পারবে।


বর্তমানে জুম অ্যাকাউন্ট ব্যবহার করছে, এমন দুজন ব্যবহারকারী এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু করতে পারবে। এজন্য তাদের জুম ফোন ডেস্কটপ বা মোবাইল অ্যাপে যুক্ত থাকতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডিং বন্ধ করে দিতে হবে। ব্যবহারকারীরা তাদের কলে এটি ব্যবহারের আগে অ্যাকাউন্টের মালিক বা অ্যাডমিনকে ওয়েব পোর্টালের মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে দিতে হবে।



ক্লাউড ফোনের পর শিগগিরই ব্রেকআউট রুমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারটি চালু করা হবে। এটি গ্রুপ ডিসকাশনের তুলনায় আকারে ছোট। প্রতিটি ব্রেকআউট রুমের জন্য আলাদা এনক্রিপশন কোড থাকবে। তবে এখানেও অ্যাকাউন্টের মালিক বা অ্যাডমিনকে ফিচারটি চালু করে দিতে হবে। ২০২০ সালের অক্টোবর থেকে জুম এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু করে। এর আগে শুধু পেইড অ্যাকাউন্টের জন্য ফিচারটি সীমাবদ্ধ রাখতে চেয়েছিল জুম। কিন্তু পরবর্তী সময়ে সবার জন্য এটি উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয়।

কোন মন্তব্য নেই