ডিজিটাল ওয়ালেট নোভি বন্ধ করছে মেটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিজিটাল ওয়ালেট নোভি বন্ধ করছে মেটা

 

শিগগিরই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট নোভি বন্ধ করতে যাচ্ছে মেটা। এক নোটিসে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১ সেপ্টেম্বর এটি বন্ধ করে দেয়া হবে। খবর এনগ্যাজেট।


২০ জুলাই ওয়ালেটে ব্যবহারকারীরা শেষবারের মতো ফান্ড যুক্ত করতে পারবে। ব্যবহারকারীদের দ্রুত সময়ের মধ্যে নোভি ওয়ালেটে থাকা ফান্ড বা অর্থ তুলে নেয়ার উপদেশ দিয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা ব্যালান্স ব্যাংক অ্যাকাউন্ট ও ডেবিট কার্ডে স্থানান্তরের উদ্যোগ নেয়া হবে।


নোভি ডিজিটাল ওয়ালেট বন্ধের এ সিদ্ধান্ত মূলত ক্রিপ্টোকারেন্সি নিয়ে মেটার আশা আকাঙ্ক্ষার অবসান ঘটাচ্ছে। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি ছোট পরিসরে নোভির কার্যক্রম পরিচালনা শুরু করে। ওয়ালেট সিস্টেম মেটার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ডিয়েমের সাপোর্ট রাখা হয়নি। যেটি আগে লিব্রা নামে পরিচিত ছিল। এর এক মাস পর প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি বিভাগের প্রধান ডেভিড মার্কাস পদত্যাগ করেন। ২০২২ সালের শুরুতে ডিয়েম অ্যাসোসিয়েশন জানায়, তারা তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এবং এর কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।



নোভি ও ডিয়েম বন্ধ করলেও মেটা যে নতুন ডিজিটাল ওয়ালেট তৈরি করবে না, এমনটা ভাববার কারণ নেই। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে মেটার একজন মুখপাত্র জানান, ব্লকচেইনে কাজ করার জন্য ও নতুন পণ্য উৎপাদনে মেটার সক্ষমতা বাড়াতে আমরা যে সময় ব্যয় করেছি, বর্তমানে সেটিকে কাজে লাগাচ্ছি। ভবিষ্যতে ওয়েব থ্রি স্পেসে আমাদের কাছে গ্রাহকরা আরো অনেক কিছু প্রত্যাশা করতে পারে। এসব প্রযুক্তি মেটাভার্সের ব্যবহারকারী ও ব্যবসায়িক গোষ্ঠীর জন্য সহায়ক হবে বলে আমরা আশাবাদী।

কোন মন্তব্য নেই