স্মার্টওয়াচ অ্যাপের ফিচার উন্নয়নে কাজ করছে ফসিল-গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্মার্টওয়াচ অ্যাপের ফিচার উন্নয়নে কাজ করছে ফসিল-গুগল

 

স্মার্টওয়াচ অ্যাপে নতুন ফিচারের পাশাপাশি ওয়্যারওএস ৩-এর সাপোর্ট যুক্ত করতে একত্রে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ফসিল ও গুগল। খবর ইটিটেলিকম।


অ্যান্ড্রয়েড সেন্ট্রালের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের হাইব্রিড স্মার্টওয়াচের জন্য নির্ধারিত অ্যাপে পরিবর্তন আনার জন্য সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে। হালনাগাদ মডেলের হাইব্রিড স্মার্টওয়াচ বাজারজাতের সময় অ্যাপটির ডিজাইনে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। চলতি বছর শেষে ওয়্যার অপারেটিং সিস্টেম ৩-এর নতুন আপডেট উন্মুক্ত করা হবে। ফলে সে সময় আরো কিছু পরিবর্তন আনা যাবে।


সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচ ব্যবহারে উন্নত অভিজ্ঞতা প্রদানে কাজ করার কথা জানিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ পর্যায়ের পাশাপাশি ভোক্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করছে এবং সে অনুযায়ী অ্যাপের উন্নয়নে কাজ করছে। স্মার্টফোনের অ্যাপের কথা উল্লেখ করতে গিয়ে ফসিল স্বীকার করে এটি ততটা স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফসিল জেন ৬ হাইব্রিড স্মার্টওয়াচ বাজারজাতের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের অ্যাপেও বেশকিছু পরিবর্তন আনবে।




অন্য একটি সূত্রের তথ্যানুযায়ী, বড় আপডেটের আগে ওয়্যারওএস ৩ ব্যবহারযোগ্য ডিভাইসগুলোর জন্য অ্যাপটিকে তৈরি করছে ফসিল। তবে নতুন আপডেটে কোন ধরনের ফিচার বা সুবিধা যুক্ত হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

কোন মন্তব্য নেই