১১ লাখ ডলারে হিটলারের ঘড়ি বিক্রি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১১ লাখ ডলারে হিটলারের ঘড়ি বিক্রি


জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের একটি ঘড়ি যুক্তরাষ্ট্রে নিলামে ১১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


হুবার টাইমপিস ব্রান্ডের ঘড়িটি একজন অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। মেরিল্যান্ডের আলেকজান্ডার হিস্টরিকাল অকশন্সের নিলামে ঘড়িটি বিক্রির আগে ইহুদি নেতারা এর নিন্দা জানিয়েছেন।


তবে আগেও নাৎসি স্মারক বিক্রি করা নিলামকারী প্রতিষ্ঠানটি জার্মান গণমাধ্যমকে বলেছে, তাদের উদ্দেশ্য ইতিহাস সংরক্ষণ করা।


অ্যাডলফ হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি জার্মানির নেতৃত্ব দেন। তিনি প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছেন। তাদের মধ্যে ৬০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে শুধু ইহুদি হওয়ার জন্য।


ঘড়িটির পণ্য তালিকায় বলা হয়েছে, এটি সম্ভবত ১৯৩৩ সালে ফ্যাসিস্ট এই নেতাকে জন্মদিনের উপহার হিসেবে দেয়া হয়েছিল। এই বছরই তিনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।

কোন মন্তব্য নেই