সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
বিদায়ী সপ্তাহে (২৪-২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ১৬৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৩.৯৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৭৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৯৪ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.১২%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে – মতিন স্পিনিংয়ে ৩.০০%, কেডিএস এক্সেসরিজে ২.৯৮%, ফরচুন সুজে ২.০৬%, আইপিডিসি ফাইন্যান্সে ১.৯১%, সোনালি পেপারে ১.৮৫%, ওরিয়ন ইনফিউশনসে ১.৬৮%, কাট্টলি টেক্সটাইলে ১.৬৫%, স্কয়ার টেক্সটাইলে ১.৩৭% ও শাইনপুকুর সিরামিকসে ১.৩০% লেনদেন হয়েছে।
কোন মন্তব্য নেই