এবার বিক্রেতা সংকটে দেড় ডজন কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার বিক্রেতা সংকটে দেড় ডজন কোম্পানি


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনের প্রথম থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় ডজন কোম্পানির বেশি শেয়ার বিক্রেতা সংকটে পড়ে যায়। এই সময়ে কোম্পানিগুলোর হাজার হাজার ক্রেতা থাকলেও বিক্রেতাদের সন্ধান মিলেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারদর বাড়তে দেখা গেছে ২৩৯টির, কমতে দেখা গেছে ৯৪টির এবং ৪৬টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।



এরমধ্যে প্রায় দেড় ডজন কোম্পানিই বিক্রেতা সংকটে ছিলো। তবে দিনের শুরুতে আজ প্রায় আড়াই ডজন কোম্পানিরই বিক্রেতা সংকটে ছিলো। দিন শেষে কিছু কোম্পানির বিক্রেতা ফিরে আসায় বিক্রেতা সংকট কেটেছে।


কোম্পানিগুলো হলো : ওরিয়ন ফার্মা, ন্যাশনাল হাউজিং ফাইন্যাস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জিকিউ বলপেন, ইস্টার্ণ হাউজিং, হাক্কানী পাল্প, মেট্রো স্পিনিং, আরএসআরএম স্টিল, ফনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যাস, ই-জেনারেশন, তমিজ উদ্দিন টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস, সান লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, ফাস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

কোন মন্তব্য নেই