উদ্যোক্তা শেয়ার বিক্রি শুরু ওয়ালটনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উদ্যোক্তা শেয়ার বিক্রি শুরু ওয়ালটনের


শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের মেগা কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলম প্রতিষ্ঠানটির এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নিজের হোল্ডিং থেকে এই এক লাখ শেয়ার বিক্রি সম্পূর্ণ করবেন।


প্রকৌশল খাতের এই কোম্পানিটির বাজারে ফ্রি ফ্লোট শেয়ার ১০ শতাংশ বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনার আলোকেই কোম্পানিটি বাজারে শেয়ার ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রেক্ষিতে এই উদ্যোক্তা পরিচালক নিজের হোল্ডিং থেকে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।



এর আগে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশ ফ্রি ফ্লোট শেয়ার নিশ্চিতের উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য তালিকাভুক্ত তিন কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে এক বছরের মধ্যে ১০ শতাংশ ফ্রি ফ্লোট শেয়ার নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সেই নির্দেশনা মেনেই ওয়ালটন হাইটেক বাজারে শেয়ার বিক্রি শুরু করেছে।


বর্তমানে শেয়ারবাজারে ওয়ালটনের ফ্রি ফ্লোট শেয়ার ডিএসইতে তার মোট শেয়ারের মাত্র ০.৯৭ শতাংশ বা ২৯ লাখ ৩৮ হাজার ৪০৫টি।এর সাথে এই পরিচালকের এক লাখ শেয়ার বাজারে ফ্রি হলে, কোম্পানিটির মোট ফ্রি শেয়ারের সংখ্যা হবে ৩০ লাখ ৩৮ হাজার ৪০৫টি বা ১.০০৩ শতাংশ।


ফ্রি-ফ্লোট শেয়ার হল তালিকাভুক্ত কোম্পানির সেসব শেয়ার যেসব সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে থাকে এবং যেসব শেয়ার লেনদেন করার জন্য কোনো পূর্ব ঘোষণার প্রয়োজন হয় না।


উল্লেখ্য, ২০২০ ওয়ালটন বুক বিল্ডিং পদ্ধতিতে মাত্র ০.৯৭ শতাংশ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছিল।


এদিকে, সর্বশেষ অর্থবছরের ২০২২-২৩ এর নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত যেসব কোম্পানি তাদের মোট ইস্যুকৃত শেয়ারের ১০ শতাংশের কম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে ছেড়েছে সেসব কোম্পানিকে ২২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হবে ২৫ শতাংশ হারে।


আর যে সকল কোম্পানির ১০ শতাংশ শেয়ার ফ্রি রয়েছে তাদের ক্ষেত্রে করহার নির্ধার করা হয়েছে ২০ শতাংশ।

কোন মন্তব্য নেই