ফিরলেন রোনালদো, তবে রাজার মতো নয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফিরলেন রোনালদো, তবে রাজার মতো নয়


ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আভাস দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলোর প্রায় সবগুলোই বাইরে কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের সঙ্গে যাননি অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সফরে। অবশেষে ঘরের মাঠে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের জার্সিতে ফিরেছে পর্তুগিজ সুপারস্টার।


মাঠে নামার দিনদুয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো একপ্রকার ঘোষণা দিয়েছিলেন, ‘রাজা খেলবেন রোববার।’ কিন্তু রোববার রায়ো ভায়োকানোর বিপক্ষে রোনালদোর পারফরম্যান্স ঠিক রাজার মতো ছিল না। পুরো ম্যাচও খেলতে পারেননি, আগেই উঠিয়ে নেওয়া হয় তাকে।


বলা চলে, নিজের গড়পড়তা পারফরম্যান্সও দেখাতে পারেনি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। রাফায়েল ভারানে ও রোনালদো ছাড়া মূল দলের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েই ভায়োকানোর বিপক্ষে দল সাজিয়েছিলেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ।


অ্যাকাডেমির খেলোয়াড়রা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে- বলার সুযোগ নেই। কেননা আগে গোল করে লিড নিলেও, ম্যাচটি জিততে পারেনি ইউনাইটেড। ম্যাচের ৪৮ মিনিটে আমাদ দিয়ালোর গোলে এগিয়ে যায় তারা। তবে ৫৭ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে ম্যাচটি ড্র করে ভায়োকানো।


দীর্ঘদিন পর ইউনাইটেডের জার্সিতে মাঠে নামার পর শুরু থেকে প্রথমার্ধের পুরোটা খেলেন রোনালদো। এসময় গোলের জন্য একটিমাত্র শট নিতে পেরেছেন তিনি। সেটিও লক্ষ্য বরাবর ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতে তার জায়গায় নামানো হয় দিয়ালোকে। যিনি করেন ইউনাইটেডের একমাত্র গোলটি।

কোন মন্তব্য নেই