এসসিওতে যুক্ত হতে স্মারকে স্বাক্ষর করলো ইরান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এসসিওতে যুক্ত হতে স্মারকে স্বাক্ষর করলো ইরান


মধ্য এশিয়ান নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্থায়ী সদস্য হতে বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।


সামাজিক মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআব্দুল্লাহিয়ান লিখেছেন, এসসিও’র পূর্ণ সদস্যপদের নথিতে স্বাক্ষর করার মাধ্যমে ইরান অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট ও এনার্জি সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করলো।


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় নিয়ন্ত্রণ করতে চীন ও রাশিয়া এসসিও গঠন করেছে। এর সদস্য সংখ্যা আট।


এর সদস্য দেশগুলো হলো- চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, ভারত ও পাকিস্তান। আর ইরানের স্থায়ী সদস্যপদের প্রক্রিয়া চলমান রয়েছে।


আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া পর্যবেক্ষক দেশ। এছাড়া সংস্থাটির রয়েছে ছয়টি ‘সংলাপে অংশীদার’ দেশ। এগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক।


গত বছর দ্রুত সম্প্রসারিত এসসিও ইরানের যোগদানের জন্য আবেদনকে অনুমোদন করেছিল, যখন তেহরানের সরকার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল যে এটি তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচির জন্য পশ্চিমাদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞাগুলো এড়াতে একটি প্রক্রিয়া তৈরি করতে সহায়তা করবে।

কোন মন্তব্য নেই