বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারে ৩০ কোটি ডলার খরচ করেছে রাশিয়া
মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ২০১৪ সাল থেকে এ কাজে ৩০ কোটি ডলারের বেশি খরচ করেছে মস্কো।
সম্প্রতি এ সম্পর্কিত একটি বার্তা প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়, দুই ডজনেরও বেশি দেশে এ কার্যক্রম চালিয়েছে রাশিয়া।
ক্রেমলিন কোন দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে তা উল্লেখ করা হয়নি ওই বার্তায়। তবে নির্দিষ্ট দেশকে এ বিষয়ে তথ্য দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গণতন্ত্রকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন।
গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বাক্ষরিত বার্তাটি বিদেশী মিশনে পাঠায় যুক্তরাষ্ট্র। বার্তার ধরন গোপনীয় না হলেও ‘সংবেদনশীল’ ও বিদেশীদের উদ্দেশ্যে নয় বলে উল্লেখ করা হয়। সেখানে স্বাগতিক সরকারের কাছে উত্থাপনের জন্য বিদেশে অবস্থানরত কূটনীতিকদের উদ্দেশ্যে কিছু বিষয় তুলে ধরা হয়।

কোন মন্তব্য নেই