বুধবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১৫৬ কোটি ৭৪ লাখ ১৩হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকার।


শাইনপুকুর সিরামিকস ৭২ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং, জেএমআই হসপিটাল, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিবিএস এবং ইন্ট্রাকো সিএনজি।

কোন মন্তব্য নেই