ইউক্রেন বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে : ব্লিংকেন
ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন।
সোমবার তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এখনই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব আগাম বিষয় হবে।
মেক্সিকো সিটিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে বিশেষত উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনী স্পষ্টত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি আমাদের সহায়তার ফল। তবে প্রথম ও সর্বাগ্রে এটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও ইউক্রেনীয় জনগণের অসাধারণ সাহস ও দৃঢ়তার ফসল।
ব্লিংকেন বলেন, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এখনই এ বিষয়ে কিছু বলা হলে সেটা আগাম বলা হয়ে যায়। রুশ বাহিনীরা ইউক্রেনে যথেষ্ট সেনা ও গোলাবারুদ মোতায়েন রেখেছে। তারা এসব অস্ত্র ও গোলাবারুদ কেবল ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধেই নয়, দেশটির সাধারণ জনগণ ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবহার করছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ইউক্রেনের বাহিনী চলতি মাসে রুশ বাহিনীর কাছ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা পুর্নদখল করেছে।

কোন মন্তব্য নেই