নিউজ ফাস্ট

তহবিল সংগ্রহে ই-মেইল ক্যাম্পেইন করবে জিমেইল


রাজনৈতিক কার্যক্রম ফিল্টারিং সিস্টেম চালুর অংশ হিসেবে তহবিল সংগ্রহে ই-মেইল ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নিয়েছে জিমেইল। এর অংশ হিসেবে আগামী কয়েকদিন ব্যবহারকারীরা তাদের ইনবক্সে তহবিল সংগ্রহের ই-মেইল দেখতে পাবে। খবর দ্য ভার্জ।


অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাত্কারে গুগল জানায়, চলতি সপ্তাহে ক্যাম্পেইন ই-মেইলগুলোকে স্প্যাম ফোল্ডারের বাইরে রাখতে একটি বিতর্কিত পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে। জুনে প্রকল্পটির ঘোষণা দেয়া হয়েছিল। এর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের পদপ্রার্থী, দল ও রাজনৈতিক কমিটি তাদের প্রচারণা ও তহবিল সংগ্রহের ই-মেইলগুলোকে স্প্যাম ফোল্ডারের বাইরে রাখার আবেদন করতে পারবে। চলতি বছরের শুরুতে প্রকল্পটি চালুর কথা জানানোর পর ফেডারেল ইলেকশন কমিশন আগস্টে তেমনভাবে সেটিতে সম্মতি দেয়নি। রিপাবলিকানদের কয়েক মাসের সমালোচনার পর গুগল এ উদ্যোগ নিল। সে সময় তারা জানিয়েছিল, প্রতিযোগী দল ডেমোক্রেটিকদের তুলনায় গুগল জিওপির ই-মেইল বেশি মাত্রায় স্প্যাম হিসেবে চিহ্নিত করেছে।


২০২২ সালের শুরুতে নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের এক জরিপে বলা হয়, রিপাবলিকানদের অভিযোগ সত্য ছিল, যা কনজারভেটিভদের মধ্যে বিক্ষোভের সূত্রপাত করে। তাদের বিশ্বাস প্রযুক্তিপ্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে পক্ষপাত করছে।


গুগলের মুখপাত্র জোসে ক্যাসটানেডা অ্যাক্সিওসকে বলেন, দুটি দলের জন্য ছোট ছোট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পাইলট প্রকল্পটি চালুর ব্যাপারে আশাবাদী। পাশাপাশি এ পরিবর্তন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আনছে কিনা সেটিও যাচাই করা হবে। গুগলের এ ক্যাম্পেইন রিপাবলিকানদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।

কোন মন্তব্য নেই