ক্ষীণদৃষ্টিদের জন্য টুইটারের নতুন ফিচার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্ষীণদৃষ্টিদের জন্য টুইটারের নতুন ফিচার


যাদের দৃষ্টিশক্তি নেই বা দুর্বল তাদের সুবিধার জন্য তথা টুইটের সঙ্গে থাকা ছবি বোঝার জন্য ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার ফিচার চালু করেছে টুইটার। খবর আইএএনএস।


এক বিবৃতিতে মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি জানায়, ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার এখন থেকে ব্যবহারকারীদের টুইটবার্তার সঙ্গে জুড়ে দেয়া ছবিতে সহায়ক বিস্তারিত বর্ণনা যুক্ত করার জন্য মনে করিয়ে দেবে। অল্টারনেটিভ টেক্সট বা অল্ট টেক্সট হচ্ছে কোনো ছবির ব্যাখ্যামূলক লিখিত বিবরণ। দুর্বল দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিরা যে স্ক্রিন রিডার সফটওয়্যার ব্যবহার করে সেটি এ লেখা শনাক্ত করতে পারে।


যখন কোনো ব্যবহারকারী টুইটবার্তার সঙ্গে কোনো ছবি যুক্ত করবে তখন সেখানে অল্টারনেটিভ টেক্সট ব্যবহারের মাধ্যমে বিস্তারিত যুক্ত করা যাবে। এটি ডিজিটাল ইমেজ ডেসক্রিপশন নামেও পরিচিত। প্রতিষ্ঠানটি জানায়, তাদের নতুন ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার ফিচারটি প্রতিবার টুইটে কোনো ছবি যুক্ত করলে সেখানে অল্ট টেক্সট যুক্ত করে শেয়ার করার চর্চায় সহায়তা করবে।


একবার চালু করার পর যখনই কোনো ব্যবহারকারী ছবি আপলোড করতে যাবে তখনই ওয়েব ও মোবাইল ভার্সনে অল্টারনেটিভ টেক্সট বা বার্তা যুক্ত করার নোটিফিকেশন পাঠাতে থাকবে।


এক ঘোষণায় টুইটার জানায়, বৈশ্বিকভাবে সবার জন্য তারা নতুন ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার ফিচারটি চালু করতে যাচ্ছে। স্ক্রিন রিডার ব্যবহারকারীদের পাশাপাশি কম ব্যান্ডউইডথ অঞ্চলের ব্যবহারকারীদের জন্যও অল্টারনেটিভ টেক্সট গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই