রানীর ছবিসম্বলিত ব্যাংকনোট বৈধ: ব্যাংক অব ইংল্যান্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রানীর ছবিসম্বলিত ব্যাংকনোট বৈধ: ব্যাংক অব ইংল্যান্ড

 
ব্যাংক অব ইংল্যান্ড নিশ্চিত করেছে, যেসব ব্যাংকনোটে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি আছে তা আইনগতভাবে বৈধ। এক বিবৃতিতে তারা বলেছে, শোক পালনের পর এসব ব্যাংকনোটের বিষয়ে আরও ঘোষণা দেয়া হবে। ব্যাংক অব ইংল্যান্ডের ব্যাংকনোটে প্রথমবার রানীর ছবি ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে ব্যাংকনোটে রাজা তৃতীয় চার্লসের ছবি থাকতে পারে। এ খবর দিয়েছে অনলাইন স্কাইনিউজ।


কোন মন্তব্য নেই