সূচক উত্থানের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সূচক উত্থানের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (২৭ সে‌প্টেম্বর) মঙ্গলবার সূচক ক‌মেছে ২১.৯৩ পয়েন্ট। সূচ‌কের এমন পত‌নেও সূচক টে‌নে উঠা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো তিন কোম্পানির। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৪.৫০ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে ও‌রিয়ন ফার্মা, ইস্টার্ণ হাউ‌জিং এবং সী পার্ল হোটেল লিমি‌টেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ও‌রিয়ন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.৮৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৭৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪১ টাকা ২০ পয়সায়।



সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইস্টার্ণ হাউ‌জিং লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৯৬ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৫২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৩ টাকা ৪০ পয়সায়।


সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল সী পার্ল হো‌টেল লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৬৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৩৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৫ টাকায়।

কোন মন্তব্য নেই