ই-মেইল অ্যাপ আনছে জুম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ই-মেইল অ্যাপ আনছে জুম



আরো বেশিসংখ্যক ব্যবহারকারী টানতে ভিডিও কলিং প্ল্যাটফরম জুম চালু করতে যাচ্ছে নতুন ই-মেইল ও ক্যালেন্ডার অ্যাপ। চলতি বছরই চালু হতে পারে জুমের ই-মেইল সেবা। অ্যাপ দুটি তৈরিতে তাদের সময় লেগেছে দুই বছর। জুমের অ্যাপ দুটির নাম দিয়েছে ‘জেডমেইল’ ও ‘জেডক্যাল’।




তবে এই দুটি নামই শেষ পর্যন্ত বহাল থাকবে কি না তা জানা যায়নি। আগামী নভেম্বরে জুমটোপিয়া বার্ষিক কনফারেন্সে নতুন সেবা চালুর ব্যাপারে ঘোষণা দিতে পারে জুম। নিজেদের ই-মেইল অ্যাপ আনলে আউটলুক, জিমেইল ও অ্যাপল ই-মেইলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে জুমকে। মহামারির পরও জুমের আয় বৃদ্ধি থেমে নেই। গত প্রান্তিকে তারা এক হাজার ১০০ কোটি ডলার আয় করে। তবে আয় বাড়লেও তাদের ব্যবহারকারী বাড়ছে না। একই সঙ্গে কমেছে শেয়ারের দামও। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাপল ই-মেইল সার্ভিস। তারা ৫৭.৭২ শতাংশ বাজার দখলে রেখেছে। জিমেইলের শেয়ার ২৯.৪৩ শতাংশ এবং মাইক্রোসফটের আউটলুক ৪.৩৩ শতাংশ বাজার দখলে রেখেছে।

কোন মন্তব্য নেই